মোঃ মোকাররম হোসাইন,জয়পুরহাট প্রতিনিধি:
চার দফা দাবিতে জয়পুরহাটে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত ও প্রতিস্থাপনসহ চার দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্যরা।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে জয়পুরহাট সদর পৌর কার্যকরি কমিটির প্রচারে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা কেমিস্টস এন্ড ড্রাগ্রিস্টস সমিতির সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি কাজল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়র রহমান ও ফারুক হোসেন, সদস্য রবিউল ইসলাম, আরাফাত হোসেন, আখতারুল ইসলাম, সদর উপজেলার সভাপতি আকতারুল ইসলামসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ ও সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। তা না হলে আবারও আন্দোলন করার হুশিয়ারি দেন তারা।
জেলা কেমিস্টস এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতির তথ্যমতে, জয়পুরহাটে ১৬০০টি লাইসেন্স প্রাপ্ত ঔষধ দোকান থাকলেও লাইসেন্সবিহীন রয়েছে আরও ১০০টি ঔষধ দোকান।