নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কচাকাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নাগেশ্বরী উপজেলা আহবায়ক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা সাংগঠনিক কার্যালয়ে কেদার,কচাকাটা ও বল্লভেরখাস ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উল্লেখিত ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীর পক্ষে বক্তব্য দেন বিএনপির কেদার ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী। তিনি তার বক্তব্যে উপজেলা আহবায়ক কমিটির প্রতি আগামীর কমিটিতে ফ্যাসিষ্ট ও দলছুট নেতাকর্মী মুক্ত একটি নির্ভেজাল কমিটি গঠন করার আহবান জানান। এ আহবানে সাড়া দিয়ে নাগেশ্বরী উপজেলা বিএনপি আহবায়ক গোলাম রসুল রাজা বলেন- আহবায়কের সাথে সম্পর্কের সূত্র বা ভিন্ন মতের কেউ কমিটিতে স্থান পাবে না। সকল নেতাকর্মীর মতামতের উপর ভিত্তি করেই আগামীর কমিটিগুলো গঠন হবে। সে সাথে তিনি আরও নিশ্চিত করে বলেন যে- অতীতের তুলনায় দলকে আরও বেশি সুসংগঠিত করতে যা প্রয়োজন উপজেলা আহবায়ক কমিটি সেটাই করবে।
এ সময় উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা বিএনপি আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব সহিদুল ইসলাম সরকার,যুগ্ম আহবায়ক- আনিছুর রহমান আনিস ও তানজিমুল ইসলাম কিরন, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য – রফিকুল ইসলাম,পৌর যুগ্ম আহবায়ক – উমর ফারুক, কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী,কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য লিয়াকত আলী,কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল ও সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী,বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি – আলতাফ হোসেন নান্টু,বলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক – বারেক ব্যাপারী প্রমূখ।