1. admin@daily24live.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

ইবির পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৮ Time View

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) সকালে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের এমএসসি ২০২১-২২ শিক্ষা বর্ষের বিদায় ও সম্মান ২০২৩-২৪ শিক্ষা বর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষার সমাপনী সনদ কোন চাকুরীর নিশ্চয়তা বিধান করে না। এটা একজন শিক্ষার্থীকে তার সুন্দরতম একটি ভবিষ্যৎ গঠনে চাকুরীর সংগ্রামে অবতীর্ণ হতে সুযোগ করে দেয়।

তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের ধারনা থেকে আলাদা। বিম্ববিদ্যালয়ে জ্ঞানের উচ্চস্তরের চর্চা হয়ে থাকে। এখানে জীবন গঠনের ধারনা পূর্ণতা লাভ করে। তাই সফলতা নির্ভর করে কে কিভাবে শিক্ষাজীবনকে চর্চা করেছে তার উপর।
ভাইস চ্যান্সেলর আরো বলেন, তিনি বিশ্বাস করেন শিক্ষার্থীরা তাদের জীবনে সফল হবে।
তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তাদের জীবনের একটি বিশেষ অধ্যায়ের কাউন্ট ডাউন শুরু হয়েছে। এখান থেকে অনেক দুর পর্যন্ত দেখতে শিখতে হবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা কি পড়তে ভালবাসে এবং কিভাবে সেটা সেই বিষয়টি বুঝে পড়াতে পারলে সেখান থেকে একটি সঠিক উপলব্দি তৈরি হবে। এই উপলব্ধিই একজন শিক্ষার্থীকে তার উন্নয়ন তথা সফলতার দিকে নিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আসাদুজ্জামান।
বিভাগের সভাপতি ড. তহিদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক বিপুল রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Daily24live.com
Theme Customized BY : Themes Seller.Com.Bd