তাসনিম মুহসিন, ভ্র্যাম্যমান প্রতিনিধি, ঝিনাইদহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৬ মে ২০২৫ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আবু হুরায়রা ও সদস্য সচিব সাইদুর রহমানের স্বাক্ষরিত প্যাডে ২২৪ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারি মাহতাব উদ্দিন কলেজের শিক্ষার্থী মোঃ হুসাইন আহমেদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শেখ রিয়াজ উদ্দিন। কমিটির কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে খালিদ হোসেন-কে সদস্য সচিব ও এহতেশাম রফিক-কে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও মূখ্য সংগঠক এজাজ আহমেদ এবং মুখপাত্র হিসাবে মোঃ ইজাজুল হক-কে দ্বায়িত্ব দেওয়া হয়। নতুন কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত হয়েছেন, যার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফার্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি কে.সি. কলেজ, মাগুরা কলেজসহ আরও অনেক প্রতিষ্ঠান। এই কমিটির মাধ্যমে কালীগঞ্জ উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তারা আরো মনে করেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী কর্মকাণ্ডে নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।