নিজস্ব প্রতিবেদকঃ ঈশ্বরদী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সলিমপুর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী কলেজ মাঠে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বর্ণিল রঙের ধোয়া উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য আতিয়ার রহমান।
প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আঞ্জুমান আরা’র সভাপতিত্বে ও জ্যেষ্ঠ প্রভাষক আবু হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্য আনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি রহমতউল্লাহ, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান সহ অন্যান্যরা।
দিন ব্যাপী খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক রাফিকুল ইসলাম মুকুল। কোরআন তেলওয়াত করেন প্রভাষক শফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী-অবিভাবক ও সূধিজন উপস্থিত ছিলেন।