এম হেলাল উদ্দিন নিরব,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাসিক ব্যবসা পরিকল্পনা ও কর্মী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় চট্টগ্রাম ডিভিশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম রিজিওন এর এএমডি এন্ড ইনচার্জ মোহাম্মদ মীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মাননীয় মূখ্য নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুর রশিদ ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী কো-অপারেটিভ ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এস এ এম নুর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিজিওন এসইভিপি এন্ড ইনচার্জ মোহাম্মদ ইসমাইল, পর্যটন ডিভিশন এসইভিপি এন্ড ইনচার্জ মাওলানা জাফর ইকবাল, চট্টগ্রাম রিজিওন এসইভিপি মাওলানা ওবায়দুল্লাহ তরিক, লোহাগড়া সার্ভিস সেন্টারের ইনচার্জ আব্দুল মোমেন, কেরানীহাট সার্ভিস সেন্টারের ইনচার্জ মুহাম্মদ নাঈম উদ্দিন, বাশখালী সার্ভিস সেন্টারের ইনচার্জ মাওলানা আজিজুল হাসান, কেরানীহাট সার্ভিস সেন্টারের ভিপি মোহাম্মদ আলমগীর, এম হেলাল উদ্দিন নিরব, দেলোয়ার হোসাইন, শহীদুল ইসলাম, আরমান উল্লাহ, সেলিম উদ্দিন, মনোয়ারা, নুরুল ইসলাম, হোসাইন, আনছার উল্লাহ, ফরহাদুল ইসলাম, সাইফুল করিম, আনছার প্রমূখ।