রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ হোটেল ব্যবসাকে জরিমানা করেছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের নেতৃত্বে শহরের ঈগল চত্বরে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অতিরিক্ত মূল্যে মিষ্টি বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫৩ ধারায় জাহাঙ্গীর হোটেলকে ৫ হাজার টাকা, উজ্জল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, আনন্দ হোটেলকে ৩ হাজার টাকা ও ভবেশ দধি ভান্ডারে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।