এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে গাজার গাছ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রতন ওরফে লাবু (৩০) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৪ মে) পঞ্চগড় সদর থানাধীন পানি মাছ পুকুরী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক কৃত রতন একি এলাকার মৃত আজগর আলীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে এসআই মো. আবু হোসেনের নেতৃত্বে এস আই নাজমুল, এস আই সাদেকুল, এস আই আবু তাহের ও সঙ্গীয় ফোর্সসহ পঞ্চগড় সদর থানাধীন পানি মাছ পুকুরী গ্রামে এক মদক বিরোধী অভিযানে গাজার গাছ ও ট্যাপেন্টাডলসহ আটক করে। এসময় রতনের কাজ থেকে ১০ পিস (দশ) নেশা জাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং তার আবাদি বাদাম ক্ষেতের ভিতর চাষাবাদকৃত ৬ টি গাজার গাছ (যার ওজন দুই কেজি আট শত গ্রাম) উদ্ধার করা হয়।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(ক)/১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।