মোঃমাহফুজুর রহমান জেলা প্রতিনিধি খুলনা ।
বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খান গোলজার আলীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
রবিরার (২৫মে) সকালে চুলকাটি প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খান গোলজার আলী তার লিখিত বক্তব্যে বলেন, আমার নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এটা শুধু একটি মিথ্যা মামলা নয় এটি একটি প্রতিহিংসার রাজনীতি বলে মনে করি। তিনি আরোও বলেন, গত ১০ মে অনুষ্ঠিতব্য ৯নং রাখালগাছি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ভোটারদের ভোটে আমি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়। আমার প্রতিদ্বন্দ্বী হাওলাদার কামরুল ইসলাম রোমান হেরে যাওয়ায় তার দলবল ও সমর্থকেরা রাখালগাছি বাজারে রাত আনুমানিক ৮টার সময় আমি এবং আমার কর্মী ও সমর্থকদের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় আমিসহ ১০/১২ জন মারাত্মক ভাবে জখম হয়। তাদেরকে স্থানীয় লোকজন উদ্বার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে হাওলাদার কামরুল ইসলাম রোমান এখনো পর্যন্ত আমি”সহ বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীকে জীবননাশের হুমকি ধামকি ভয় ভিতি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় আমার জীবনের নিরাপত্তার স্বার্থে আদালতে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।
হাওলাদার কামরুল ইসলাম রোমান একজন মাদক ব্যবসায়ী, অস্ত্র বহনকারী। সে তার অনুসারীদের দিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা হয়রানি মূলক মামলা দিয়েছে।
তিনি আরো বলেন, শরিফুল ইসলাম গোরা একজন উৎশৃংখল চাঁদাবাজ ব্যক্তি হওয়ায় তার অপকর্ম আড়াল করার জন্য আমি”সহ আরো ৮/১০ জনের নামে একটি মিথ্যা ভিত্তিহীন চাঁদাবাজির মামলা দিয়েছে। এই শরিফুল ইসলাম গোরা এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদাবাজি করতে গেলে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। এই দুষ্টকৃতকারীর হাত থেকে রেহাই পাওয়ার জন্য ভুক্তভোগীরা ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফকির মাসুম বিল্লাহ, শেখ সেলিম, সালাম বিশ্বাস, মোস্তফা মল্লিক, শেখ কামরুজ্জামান, শেখ হাবিবুর রহমান, মোনায়েম, বাবুল হাওলাদার, শেখ আলমগীর, খান মিজানুর রহমান, বাদশা”সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।