জয়পুরহাট প্রতিনিধি:
১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশসহ জয়পুরহাট জেলায় সমস্ত পেট্রোল পাম্প হঠাৎ করে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রোববার (২৫ মে) সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ থাকবে।
রাস্তায় দাঁড়িয়ে আছে বাস অটোরিকশা ও মোটরসাইকেল। কর্মস্থলে যেতে না পারা মানুষদের কণ্ঠে ক্ষোভ আর হতাশা।সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে।