রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় প্রকাশ্যে ২ নারীকে ইভটিজিং এর শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
শুক্রবার সকালে জেলার ভেড়ামারা বড় মসজিদ গলিতে কয়েকজন বখাটেদের হেনস্তার শিকার হন বোরখা পরিহিত দুই নারী। এক নারীর হাতে থেকে জোরপূর্বক ফুল কেড়ে নেয় ইভটিজাররা। এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বোরহান উদ্দিন (২০) নামের এক ইভটিজারকে ধরে নিয়ে আসে। সে উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা। দুপুরে উপজেলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই যুবক স্বীকার করে বলেন, বান্ধবী ভেবে বোরখা পরা মেয়ের হাতে থাকা ফুল কেড়ে নিয়েছে তারা। ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ওই উত্ত্যক্তকারীকে শনাক্ত করা হয়। তারপর তাঁকে আটক করে থানায় আনা হয়েছে। আটক যুবক উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করেছেন। তবে ওই দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করা হবে।