রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়ার ত্যাগী পরীক্ষিত ও পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২২ মে) এ উপলক্ষে দুপুর ১২ টায় কুষ্টিয়ার স্থানীয় কারামায় চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ। এ সময় ত্যাগী, বঞ্চিত ও পরীক্ষিত নেতাকর্মীরা বলেন, যারা বিগত ১৬ বছর বিএনপি'র রাজনীতিতে নিষ্ক্রিয় ছিল তারা আবার নতুন করে কচ্ছপের মত মুখ বের করে সক্রিয় হচ্ছে। তাদের দাপটে ত্যাগীরা আজ দিশেহারা। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের কথা থাকলেও কোথাও কোনো নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে না। স্বজন প্রীতির মাধ্যমে এই কমিটি করা হচ্ছে। কেন্দ্রীয় হাই কমান্ডের কাছে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা অবিলম্বে মেয়াদ উত্তীর্ণ কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত কমিটি ভেঙে দেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কবির প্রমুখ।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সার্চ কমিটির নামে তারা আওয়ামী লীগ, জাসদ ও বিএনপির নিষ্ক্রিয় কর্মীদের দলে ঢোকাচ্ছেন। এই কমিটির বর্তমান যিনি আহবায়ক আছেন তার রাজনীতি শুরু ছাত্রলীগের রাজনীতি দিয়ে এবং যিনি সদস্য সচিব আছেন তিনি একজন জামাত কর্মী বলে মন্তব্য করেছে সাবেক জেলা বিএনপি জালাল উদ্দিন। নেতৃবৃন্দ বলেন বিএনপিকে ধ্বংসের খেলায় মেতেছে একটি কুচক্রী মহল, সেই কুচক্রী মহলের এজেন্ডা হিসেবে কাজ করছে বর্তমান জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব। অধিকাংশ জায়গায় এখন বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা আওয়ামী লীগের দোসর ও বিএনপি নিষ্ক্রিয় কর্মীদের হাতে মার খাচ্ছে। গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের সাবেক সভাপতি, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফাজ ডাক্তার আঃলীগের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবুও জেলা বিএনপি এখন পর্যন্ত কোন বিবৃতি পর্যন্ত দেয়নি।
নেতৃবৃন্দ অনতিবলম্বে মেয়াদ উত্তীর্ণ এই আহবায়ক কমিটি ভেঙে দেয়ার দাবি জানান।