এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে ১৩ শিশুসহ ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২১ মে) গভীর রাতে পুশইনের এ ঘটনাটি ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত ৪টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ২১ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। এর মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষ ও ১৩ জন শিশু রয়েছে। পরে জয়ধরভাঙ্গা বিওপির টহল দল তাদের আটক করে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদোজা জানান, বিজিবির টহল দল রাতে সীমান্তে ২১ জনকে দেখতে পেয়ে আটক করে।
জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট এলাকায় বসবাস করে আসছিল। ২১ মে ভারতীয় পুলিশ তাদের গুজরাট এলাকায় আটক করে বিমানযোগে কলকাতা নিয়ে আসে। এর পর কলকাতা থেকে বাসযোগে এসে ভারতের ৯৩/টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে রাতের বেলা গেট দিয়ে বের করে সীমান্ত পিলার ৭৫৭/১০-এসের কাছ দিয়ে বাংলাদেশে পুশইন করে।
আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালত প্রেরণ করা হয়।