হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের রামপালে হটাৎ করে ঘূর্ণিঝড়ের আঘাতে পোল্ট্রি ব্যাবসায়ীর ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এতে ব্যাবসায়ী শেখ আনোয়ার হোসেন সব হারিয়ে পথে বসে গেছেন বলে জানা গেছে।
তিনি জানান, মেসার্স আরাফাত পোল্ট্রি ফার্মটি জনতা ব্যাংক থেকে ৩০ লক্ষ টাকা লোন নিয়ে এবং বিদেশে চাকুরী করে জমানো সব টাকা দিয়ে একটি পোল্ট্রি ফার্মটি গড়ে তোলেন। কিন্তু গত ১২ মে হটাৎ একটি ঘূর্ণিঝড়ে লেয়ার মুরগীসহ ২ টি সেড পুরোপুরি বিধ্বস্ত হয় এবং একটি আংশিক বিধ্বস্ত হয়। এর মধ্যে ২ টি সেড, ১ টি আংশিক, ৯০০ শত লেয়ার মুরগী, ১০ বস্তা ফিড, অটো ওয়াটার ফিডার সিস্টেম, অন্যান্য সরঞ্জাম ও জীবিত মুরগী স্থানান্তর ব্যায় ধরে মোট ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়। তিনি জানান, তার জমানো টাকা ও গিলাতলা ব্রাঞ্চ ৩০ লক্ষ টাকা ঋণ নিয়ে তিলে তিলে খামারটি গড়ে তোলেন। খামার বিধ্বস্ত হয়ে এবং মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে তিনি পথে বসার উপক্রম হয়েছেন। এখন ব্যাংকের ঋণের কিস্তির ঘানি টানতে তিনি হিমশিম খাচ্ছেন। তিনি আরও জানান, ব্যাংক কর্মকর্তারা ইতিমধ্যে খামার পরিদর্শণ করেছেন।