রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি অত্যাধুনিক রিভালবার, ২ রাউন্ড তাজা গুলি, ১টি হাত কুড়াল, ১টি বল্লম সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল’র বামনপাড়াস্থ বাসভবনের পরিত্যাক্ত একটি ঘর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
সূত্র জানায়, সেনাবাহিনীর এবং ভেড়ামারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল’র বামনপাড়াস্থ বাসভবনে অভিযান চালায়। এসময় বাড়ির পরিত্যাক্ত একটি ঘর থেকে ১টি অত্যাধুনিক রিভালবার, ২ রাউন্ড তাজা গুলি, ১টি হাত কুড়াল, ১টি বল্লম সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনাটি উদ্দ্যেশ প্রনোদিত এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের ষড়যন্ত্র বলে দাবি করেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন বলেন, প্রতিপক্ষ গ্রুপই রাতের অন্ধকারে ওই অস্ত্র পরিত্যাক্ত ঘরে রেখে প্রশাসনকে সংবাদ দিয়েছে।
ভেড়ামারা থানার ওসি শেখ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর সাথে ভেড়ামারা থানা পুলিশও অভিযানে অংশ নেয়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।