গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপির ঝিলবান্ধার মোড় ও রাইতিনড়াইল রাস্তার গাছ কর্তনে গত ০২ ফ্রেব্রয়ারী পলাশবাড়ী থানায় একটি গাছ চুরির মামলা হয়।পরে মামলায় জামিন নিতে এসে জামিন নামজুর করে জেল হাজতে পাঠিয়ে দেন আদালত।
পরে দীর্ঘ ১৭ দিন হাজত বাস করার পর জামিনে মুক্তি লাভ করেন।
এবং জামিনে এসে পুনরায় আসামী আওয়ামীলীগ নেতা কামাল গংরা রাস্তার গাছ কেটে সাবাড় করছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্ধারা।
সরেজমিনে ১৯মে দুপুরে বেতকাপা ইউপির ঝিলবান্ধার ইটভাটা হইতে রাইতিনড়াইল রাস্তায় দেখা মিলে শুধু গাছের গোড়া পরে আছে। নামপ্রকাশ্যে অনিচ্ছুক অনেকেই বলেন,ভোররাত থেকে শুরু করে গাছ কাটা।গাছ কাটার পর গোড়া ঢেকে রাখে চোকৌস গাছ খেকো ও নারী পিপাসু কামাল সরকার।
এবং স্থানীয়দের বক্তব্যে নিতে গেলে পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক পাপুল সরকার ও সিনিঃ সাংবাদিক সাদেকুল রুবেলকে পথরোধ করে ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয় এবং প্রকাশ্য হত্যার হুমকি দেন।
এবিষয়ে বেতকাপা ইউপি চেয়ারম্যানের সাথে
মুঠোফোনে কথা বললে তিনি জানান আমি গাছ কাটার বিষয়ে কিছু জানি না।তবে একটি সংঘবদ্ধ চক্র আছে যারা এর আগে গাছ কাটার সাথে জড়িত ছিল এবং মামলা খেয়ে জেল খেটেছে তারাই জামিনে ছাড়া পেয়ে আরোও বেপরোয়া হয়ে উঠেছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান,সরকারি ভ্যাট ট্যাক্স ফাকি দেওয়া সুযোগ সে যে কেউ হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।