আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাতুল( ২১) নামক এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত রাতুল সদর থানার পৈলানপুর গ্রামের মৃত নান্নুর ছেলে।
আহত রানী (১৭) গয়েশপুর,শালাইপুর, রাজু শেখের মেয়ে। সে শহীদ সরকারি বুলবুল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ১৯ মে সোমবার বিকাল ৫ টার সময় একদন্ত ত্রিমোহন পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস সংলগ্ন আব্দুল খালেকের বাড়ির সামনে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার এসআই রিপন হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা পৈলানপুর থেকে দেবোত্তর হয়ে মোটরসাইকেল যোগে দুই জন একদন্ত বাজরে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন।
এসময় একদন্ত থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাক দ্রুতগতিতে ত্রিমোহন পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস সংলগ্ন আব্দুল খালেক এর বাড়ির সামনে পৌঁছালেই মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল চালক রাতুল হোসেন মারা যায়। অপরজন মোটরসাইকেলের ওপর থেকে ছিটকে পাশের জমিতে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা করেন। ঘাতক ড্রাম ট্রাকটি আটঘরিয়া থানা পুলিশ জব্দ করেছে। চালক ও হেলডার পালিয়ে যেতে সক্ষম হয়।