মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে কালাইয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ক্লাস পরিচালনার জন্য প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫মে) বিকেল ৪টায় কালাই উপজেলা ইউএনও অফিসে ল্যাপটপ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান। এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আল মামুন সহ প্রাথমিক বিদ্যালয়ে প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ওয়ালটন কোম্পানির ৩৭টি ল্যাপটপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বিতরণ করা হয়।