এম হেলাল উদ্দিন নিরব, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কেরানীহাটে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাসিক ব্যবসা পরিকল্পনা ও কর্মী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে ) সকাল ১০ টায় কেরানীহাট সার্ভিস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
কেরানীহাট সার্ভিস সেন্টার এর ইভিপি এন্ড ইনচার্জ মুহাম্মদ নাঈম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিজিওন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মীর হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিজিওন এসইভিপি এন্ড ইনচার্জ মুহাম্মদ ইসমাইল।
শুভেচ্ছা বক্তব্য রাখছেন, লোহাগড়া সার্ভিস সেন্টারের ইনচার্জ মুহাম্মদ আব্দুল মোমেন, জোট পুকুরিয়া জোনের এসভিপি এন্ড ইনচার্জ মিনহাজ উদ্দিন ওসমানী, কেরানিহাট সার্ভিস সেন্টারের ভিপি এম হেলাল উদ্দিন নিরব, সাহাব উদ্দিন, শেখ আহমদ চৌধুরী, রেহেনা আক্তার, বাপ্পি আক্তার, উম্মে তামিমা, রুমি আক্তার, শফিউল আলম, খুরশিদা আক্তার, আবু ছৈয়দ প্রমুখ।