মোঃ মোকাররম হোসাইন ,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে কালাই উপজেলার চলতি বোরো মৌসুমে সরকারি ভাবে খাদ্যগুদামে আনুষ্ঠানিক ভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান।
আজ বুধবার(৮মে) দুপুর ১২টায় উপজেলা খাদ্যগুদাম চত্তরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ মোহাম্মদ ইমরান, উপজেলা খাদ্য পরিদর্শক অপূর্ব রায়হান চঞ্চল, চাউল-কল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ আকন্দ, সাধারন সম্পাদক হুমায়ুন কবির তালুকদার,উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা সাবেক ভাই চেয়ারম্যান গোলাম মোস্তফা, চাতাল মালিক আব্দুল মান্নান হাজী সহ চাতাল ব্যবসায়ীরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এবার সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি বোরো ধান ৪৯ টাকা এবং প্রতি কেজি চাল ৩৬ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে ।
কালাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ মোহাম্মদ ইমরান বলেন, বোরো মৌসুমে কালাই খাদ্যগুদাম ৬ হাজার ৬৬০ মে.টন চাল ও ৮২১মে.টন ধান সংগ্রহ চলবে। সরকারিভাবে ধান-চাল সংগ্রহের এই কার্যক্রম চলবে আগামী ২০২৫ সালের ৩১আগস্ট পর্যন্ত।