এম হেলাল উদ্দিন নিরব,চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য রাজিব জাফর চৌধুরী সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা কালে তিনি বলেন আওয়ামীলীগ কি জিনিস সেটা অনেক আগেই বুঝেছিলেন বলে আমার পিতা বর্ষীয়ান রাজনীতিবিদ উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক সফল চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ চৌধুরী। তিনি ২০০৭ সালে আওয়ামীলীগ থেকে পদত্যাগ করে বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে বিএনপিতে যোগ দেন। তিনি মৃত্যু পর্যন্ত বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। চট্টগ্রাম-১৪ আসনে তাঁর অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে আমি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় আছি।
তিনি আরো জানান সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তা আল্লাহ’তালার প্রতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিতে আমাকে সদস্য হিসেবে মনোনীত করার জন্য বিএনপি’র সম্মানিত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার শেষ ঠিকানা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বীর চট্রলার গর্ব বিএনপি’র জাতীয় নির্বাহি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জননেতা জনাব ব্যারিস্টার মীর হেলাল ভাই এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সম্মানিত আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া চেয়ারম্যান এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন এর প্রতি। ইনশাআল্লাহ, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করব।সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা এগিয়ে যাব একসাথে আগামীর পথে।