রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
রোববার সকাল ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত শহীদ মিনারে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারা এক দফা দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, এইচএসসি পাসের পর ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে দ্রুত স্নাতক সমমানের ডিগ্রি হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।
ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ডিগ্রী বাস্তবায়ন কমিটির কুষ্টিয়া প্রতিনিধি নাজিউর রহমান ও ছোহাইমা রাফা’র পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, “আমরা পূর্ণকালীন ক্লিনিক্যাল প্র্যাকটিসসহ কঠোর একাডেমিক কোর্স সম্পন্ন করছি। অথচ আমাদের কোর্সকে এখনো স্নাতক সমমান দেওয়া হয়নি। এতে আমাদের উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।” ক্লাস পরীক্ষা ও ক্লিনিক্যাল প্যাকটিস বন্ধ করে সরকারী ও বে-সরকারী ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সমাবেশে অংশগ্রহন করেন।
শিক্ষার্থীরা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।