এম. টুকু মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে মটরসাইকেল চুরির ঘটনায় বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান এল,বি,লিটনের একটি পালসার ডাবল ডিক্স মটরসাইকেল যার রেজিষ্ট্রেশন নাম্বার ঝিনাইদহ ল ১২-৪২৯৮ চুরির ঘটনায় উদ্বেগ বেড়েছে জনমনে।
গত ২ মে ২০২৫ ইং তারিখ, শুক্রবার জুম্মার নামাজ পড়ার সময় পার্বতীপুর আমেরচারা নিজ বাড়ির সামনে থেকে পালসার ডাবল ডিক্স মটরসাইকেলটি চুরি হয়ে গেছে। জনমনে এনিয়ে ব্যাপক নিন্দার ঝড়ে উঠেছে। সূত্র বলছে আজ শনিবার ৩ মে ২০২৫ ইং তারিখে একটি অভিযোগ জমা পড়েছে হরিণাকুণ্ডু থানা পুলিশের টেবিলে। অপরদিকে কোন সহৃদয়বান ব্যক্তি যদি সন্ধান পাই তাহলে উক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করেছেন। তাছাড়াও সন্ধান দাতাকে যথাযথ পুরুষ্কারের ঘোষণা ও দেওয়া হয়েছে বলে জানাগেছে।
কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, চোর চক্রকে দ্রুতই সনাক্ত করে অবিলম্বে গ্ৰেফতার করা হোক বলে জোর দাবী জানিয়েছেন।
এদিকে হরিণাকুণ্ডু থানা পুলিশ সুত্র জানায়, এঘটনায় শুক্রবার বিকালে থানায় একটি জিডি এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অপরাধী যেই হোক শিগ্রহী অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।