নূর-ই-আলম সিদ্দিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় মাদক, চোরাচালানসহ নানা অপরাধ- অনিয়ম প্রতিরোধ ও আইনি সচেতনতা বৃদ্ধিতে মসজিদ মন্দির থেকে শুরু করে- স্কুল, কলেজ, মাদ্রাসা ও পাড়া মহল্লায় উঠোন বৈঠকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কচাকাটা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২মে) থানার সিমান্তবর্তী এলাকা কচাকাটার নায়কের হাট বাজার জামে মসজিদে জুমার খুতবা শেষে মুসল্লীদের উদ্দেশ্যে প্রচারণামূলক বক্তব্য রাখেন কচাকাটা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম। তিনি তার বক্তব্যে কচাকাটাকে শান্তি প্রিয় জনপদ উল্লেখ করে বলেন- এ জনপদে বর্ডার কাছে থাকায় সারা পৃথিবীর ন্যায় বর্ডার কেন্দ্রিক কিছু অপরাধ যেমন- মাদক কারবার,চোলাচালান জুয়াসহ নানাবিধ অপরাধ প্রবণতা থাকে। এসব অপরাধ প্রতিরোধে তিনি সকলকে বিজিবিসহ স্থানীয় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। সে সাথে তিনি এসব অপরাধে পুলিশের জড়িত না থাকার বিষয়ে নিশ্চিত করে বলেন যে - এসব অপরাধে আমাদের কোনো পুলিশ সদস্য জড়িত বা সহযোগিতা করলে তাৎক্ষণিকভাবে ভাবে ত্রিপল নাইন কিংবা তার সরকারি নাম্বারে জানানোর জন্য পরামর্শ দেন। এসময় তিনি আইনি সচেতনতায় সকলকে জমাজমি কেন্দ্রিক ফৌজদারী অপরাধ থেকে বিরত থেকে প্রয়োজনে পুলিশের সহযোগিতা কিংবা আদালতের দ্বারস্থ হওয়ার আহবান জানান। এসময় তিনি অবিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনে গুরুত্ব দেয়ার জন্য পরামর্শ প্রদান করেন। ওসির এমন ব্যতিক্রমধর্মী এ জনসচেতনতামূলক প্রচারণার ভূয়সী প্রশংসা করে মুসল্লীসহ স্থানীয়রা বলেন- পুলিশের এমন কার্যক্রম চলমান থাকলে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়া সাথে সাথে এলাকায় অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে। এ সম্পর্কে জানতে চাইলে কচাকাটা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন- সিমান্তে মাদক,চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইনি সচেতনতার কোনো বিকল্প নেই,তাই আমার এ উদ্যোগ। জনসাধারণের মাঝে আইনি সচেতনতা বৃদ্ধি, মাদক চোরাচালান ও অপরাধ মুক্ত সুন্দর সমাজ গঠনে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।