তাড়াশ (সরিাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে পাপিয়া খাতুন (১৪) নামের এক কিশোরি আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের খড়খড়িয়া গ্রামে। পাপিয়া ওই গ্রামের মোহাম্মদ জামিন সাহার মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, পাপিয়া খাতুন কয়েক দিন থেকে তার মায়ের কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে নেওয়ার জন্য বায়না ধরে। শুক্রবার আবারও মোবাইল কেনার জন্য মাকে বললে তার মা গালমন্দ করে। মায়ের বকা খেয়ে অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে পাপিয়া।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।