রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় মিরপুরে শিশু সিয়াম হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) সকালে উপজেলার আমলা বাজারে মানববন্ধন করছে গুরুতর আহত সিয়ামের পরিবার, সহপাঠী ও এলাকা বাসী।
সরকারী গাছের আমপাড়া কে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষে কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা হঠাৎ পাড়া গ্রামের শরিফুল ইসলাম খোকন কসাইয়ের ছেলে সিয়াম ও আনারুল ইসলামের ছেলে সাব্বির হোসেনের মধ্যে সংঘর্ষে সিয়াম গুরুতর আহত হয়ে ঢাকা নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি হয়। এ মর্মে সিয়ামের বাবা বাদী হয়ে গত ২৮ এপ্রিল তারিখ মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। যে মামলার ৪ দিন পার হলেও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ সিয়ামের পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। তাই আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে মানব বন্ধন করেছে তারা।
উল্লেখ্য গত শনিবার ২৬ এপ্রিল দুই পক্ষের মধ্যে কথা কাটা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি ও লাঠি সোঠা নিয়ে সংর্ঘের ঘটনা ঘটে এতে দুই পক্ষের দুই জন্য করে আহত হয় এর মধ্যে মাথায় আঘাত পেয়ে সিয়াম গুরুতর আহত হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সাইন্স হসপিটালে ভর্তি করা হয় সেখানে তার মাথার অপারেশনের পর শারিলিক ভাবে সুস্থ হলে বাড়িতে আনা হয়েছে।
এ বিষয়ে মিরপুর থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন উভয় পক্ষই মামলা করেছে। আসামী ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।