কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনের দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে কাইমুছ (৫০) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে ভেড়ামারা থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের শনাক্ত করতে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে।
পরিচয়পত্র অনুযায়ী মৃত ব্যক্তির নাম কাইমুছ (৫০)। সে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মোইন ছেলে।
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—রাতে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি মারা যেতে পারেন। যেহেতু মরদেহটি রেললাইনের পাশে পাওয়া গেছে, এটি পোড়াদহ জিআরপি থানার (রেলওয়ে পুলিশ) আওতাধীন একটি ঘটনা। মরদেহের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”