মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) খাগড়াছড়ি জেলা ইউনিট এর সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার ২ মে সকাল ১০ টা হতে ১২.৩০ টা পর্যন্ত প্রথম অধিবেশন ও দুপুর ২.৩০ টা হতে ৪ টা পর্যন্ত ২য় অধিবেশন মাটিরাঙ্গা শহরস্থ জলপাহাড় রিসোর্স এর হলরুমে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন সাবেক কমিটির যুগ্ম সম্পাদক কাজল বড়ুয়া সভাপতিত্বে এবং মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাব এর সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএম জাহাঙ্গীর, হাজী নরুল হুদা, হাবিবুর রহমান, জীবক চাকমা প্রমূখ।
নামাজ ও খাবারের বিরতির পর দ্বিতীয় অধিবেশন এর শুরুতে প্রথম অধিবেশ এর সভাপতি মেয়াদ উত্তীর্ণ পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।
এর পর উপস্থিত সকলের সিদ্ধান্তে নতুন কমিটি নির্বাচন ও সভার সভাপতির দায়িত্ব পালনের জন্য সিনিয়র সদস্য হাজী নুরুল হুদা চৌধুরীকে অন্তর্বর্তীকালীন সভাপতির হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
অতঃপর হাজী নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে নতুন কমিটি গঠনে ব্যাপক আলাপ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ মেয়াদে এস এম জাহাঙ্গীর আলম কে সভাপতি ও আবুল কাশেম কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা। নতুন কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি পদে হাবিবুর রহমান, সহসভাপতি জীবক চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, কোষাধ্যক্ষ বিপ্লব বড়ুয়া, দপ্তর সম্পাদক বিপুল বড়ুয়া, প্রচার সম্পাদক আলী হায়দার, নির্বাহী সদস্য কাজল বড়ুয়া, ফরিদা ইয়াসমিন ও মিতা চাকমা।
এছাড়া উপদেষ্টা পদে মনোনিত হয়েছে হাজ্বী নুরুল হুদা চৌধুরী, প্রিয়দর্শী বড়ুয়া, মোঃ আলমগীর হোসেন।