রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া পুলিশের উপর হামলা চালিয়ে আসামীর পালায়নের চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টা সময় মিরপুর থানার সন্নিকটে পালপাড়া বাজারের প্রসাদ পালের মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এ ঘটনা ঘটে। ওই সময়ে জেলার মিরপুর থানার আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মনিরুল ইসলাম ও কনষ্টেবল রুস্তম আলী গ্রেফতারকৃত আকাশ নামের এক আসামীকে হ্যাণ্ডকাপ ছাড়াই মোটর সাইকেলের মাঝে বসিয়ে থানায় জমা দিতে আসছিল। উক্ত স্থানে পৌঁছালে হঠাৎই চলন্ত মোটর সাইকেলের ওপর থেকেই আসামি তার মাজায় থাকা চাইনিজ হাতুড়ি দিয়ে প্রথমে পেছনে থাকা কনষ্টেবল রুস্তমের মাথায় আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এ সময় চালক এসআই মনিরুল ইসলাম প্রতিরোধ গড়ে তুললে তাকেও মাথায় হাতুড়ির দিয়ে আঘাত করা হয়। তার মাথায় হেলমেট থাকার কারনে হাতুড়ির আঘাতে হেলমেট ফেটে গেলেও ওই এস আই গুরুত্বর আহত হওয়া থেকে বেঁচে যায়। পরে ওই হোটেলে নাস্তারত মিরপুর থানার দুই পুলিশ সদস্য এগিয়ে এসে আসামিকে থানায় নিয়ে যায়। হাতুড়ির আঘাতে রক্তাক্ত আহত কনষ্টেবল রুস্তমকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।