এম হেলাল উদ্দিন নিরব,চট্টগ্রাম প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য এমন স্লোগান কে সামনে নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবি মানুষের মাঝে সারাদিন ব্যাপী গামছা, টুপি ও ঠান্ডা পানির বোতল বিতরন করেন বৃহত্তর সেচ্ছাসেবী সংগঠন কল্যাণ।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায়
আগ্রাবাদ মোড়ে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবী সংগঠন কল্যাণ এর প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ উদ্দিন।
কল্যাণের সদস্যদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, হাছান মুরাদ, বিবি ফাতেমা, ইরফান উদ্দিন, নঈম উদ্দিন, ফারজানা, সাব্বির, ওয়ার্দা, তাসকিন এম হেলাল উদ্দিন নিরব প্রমূখ।
বক্তারা জানান, বিশ্বের শ্রমজীবি মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে বেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত হচ্ছে। টিম কল্যাণ প্রতিবছরের মতো এবারো শতাধিক শ্রমজীবি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছে। মানবতার মধ্যে দিয়ে দেশকে নতুন করে গড়ে তুলতে হলে সকলের মাঝে মানবতা ছড়িয়ে দিতে হবে। তাহলে নতুন মানবতার দেশ হিসেবে বিশ্ব দরবারে
পরিচিতি লাভ করবে। আমরা অনেকেই শ্রমিকদের অধিকার আদায় করতেও ব্যর্থ হচ্ছেন। শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের দাবি আদায়ে কাজ করতে হবে। এই জিনিসগুলোর দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন।