গাইবান্ধা প্রতিনিধিঃ
মাদক নয়,মাদকের জন্য মৃত্যু নয়-মাদকমুক্ত সমাজ চাই’এ শ্লোগানে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নে বিশ্ব মাদক বিরোধী দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।নো স্মোকিং অ্যান্ড ড্রাগস্ অ্যাসোসিয়েশনের আয়োজনেবৃহস্পতিবার(০১মে)সকালে দিবসটি উপলক্ষে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা বাজারে একটি র্যালী বাজার এলাকা প্রদক্ষিণ করে।সংগঠনের সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর,সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান,মোস্তাফিজুর রহমান বাবু, লিমন,সাধারণ সম্পাদক ইউপি সদস্য জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন,মাকছুদার রহমান, প্রচার সম্পাদক টমাস সরদার ও কোষাধ্যক্ষ জাফর ইকবাল রিপন প্রমুখ।আরোও উপস্থিত ছিলেন ইউপি পরিষদের দফাদার পলাশ চন্দ্র রায়,তাপশ চন্দ্র দাস।এসময় সংগঠনের অন্যান্য সদস্যসহ শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,মাদকের বিভীষিকাময় থাবা থেকে বাঁচতে এবং সবাইকে সচেতন করতে ০১মে পালিত হয় বিশ্ব বিরোধী মাদকমুক্ত দিবস।আমাদের সমাজের প্রতিটি স্তরে বিচরণ করছে সর্বনাশা মাদক।মাদককে ঘিরে যেসব সমস্যা তৈরি হয় সেটা একটি পরিবারকে বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যায়। মাদক সমস্যা পারিবারিক ক্ষেত্র থেকে ছড়িয়ে যায় সমাজের গন্ডিতে।তাই এই সমস্যা থেকে পরিত্রাণ প্রয়োজন।