রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে ইট বোঝাই স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় শান্ত মন্ডল (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা ড. ফজলুল হক গার্লস কলেজের সামনে দুর্ঘটনা ঘটলে সে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নিহত শান্ত মন্ডল দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং হোসেনাবাদ টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইট বোঝাই স্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি মথুরাপুর বাজারের দিকে যাওয়া পথে মোটরসাইকেল যোগে শান্ত মন্ডল ট্রলিকে ওভারটেক করার সময় দ্রুতগামী ট্রলিটি তাকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।