মোঃ মোকাররম হোসাইন,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র তিনমাথা বাজারে আজ শনিবার(২৬ এপ্রিল)বিকালে আহমেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য প্রভাষক আব্দুস সবুর এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রাশিদুল আলম এর সভাপতিত্বে এবং ডাঃআব্দুল মজিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরী, কালাই পৌর- আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম সরকার,আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজ উদ্দিন, যুবদল নেতা তরিকুল ইসলাম রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম কামরুজ্জামান তোতা, যুগ্ম আহবায়ক আনজুম, যুগ্ম আহবায়ক এমদাদুল হক, ও নাঈম হোসেন, যুবনেতা শফিউল আলম শাহিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম প্রমুখসহ উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক, ছাত্রদল, উপজেলা মহিলা দলসহ কালাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।