1. admin@daily24live.com : admin :
রবিবার, ২৫ মে ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে আ.লীগ সংগঠনের ১৮ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা বাগেরহাটের রামপালে হায়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু কালাইয়ে ১০০জন কৃষককে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্রশিক্ষণ চন্দনাইশে প্রেস ক্লাবের নবগঠিত কমিটি গঠন ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৫ শিক্ষার্থী সরকারকে চ্যালেঞ্জ করার অধিকার সেনাপ্রধানকে দেয়া হয়নি; নাটোরে আসাদুজ্জামান ফুয়াদ ঈশ্বরদীতে দুর্নীতিবাজ- লম্পট শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রকাশ্যে ইভটিজিং এর শিকার নারী, আটক-১ কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৩ Time View

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি,:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেন জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। শেখ হাসিনা’র আমলে ২০১৪ সালে বিনা ভোটে ১৫৩ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে বার বার মানুষের ভোটাধিকার হরণ করে তিনি বাকশাল কায়েম করেছিলেন। স্বৈরচার হাসিনা ক্ষমতাকে স্থায়ী ভাবে পাকাপোক্ত করতে গিয়ে বিএনপি’র লক্ষ লক্ষ নেতা-কর্মীর নামে গায়েবী মামলা দিয়ে এলাকা ছাড়া ও জেলে পাঠিয়েছিল। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মীকে গুম করেছে। এসব অপকর্মের জন্য হাসিনার কঠোর বিচার হওয়া উচিত। মিরপুর ও ভেড়ামারার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, এই দুই উপজেলায় যত উন্নয়ন হয়েছে তা আমার হাত দিয়ে বিএনপি’র সময় হয়েছে। এলাকায় যত কাঁচা রাস্তা ছিল তা সবই আমার সময়ে পাকা করণ করা হয়েছে। এছাড়াও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও এবং একাডেমিক ভবন হয়েছে আমার হাত দিয়ে। শহীদুল ইসলাম আরো বলেন, স্বৈরচার হাসিনার অহংকার ও পতন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে ‘অস্পষ্ট’ বলে অভিহিত করে তিনি অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি করেন।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান, পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা, সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেন, এনামুল হক বাবু, আবজাল হোসেন, নুরে আল আমিন বুলবুল, বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে গোলাপ আলী প্রামানিককে সভাপতি, রফিকুল ইসলাম লালনকে সিনিয়র সহ সভাপতি, আব্দুল্লাহেল বাকীকে সাধারণ সম্পাদক, জিহাদ আলী ও মনিরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করে চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Daily24live.com
Theme Customized BY : Themes Seller.Com.Bd