কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক ইটভাটাকে জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চকমাদিয়ায় এলএবি ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের অভিযোগে ২ লক্ষ টাকা জরিমানা করেন। এছাড়াও আল্লারদর্গা বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যগ বিরোধী ভ্রাম্যমান আদালত একজনকে পরিচালনার ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময়ে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট (প্রসিকিউটর) হাবিবুল বাসারসহ স্থানীয় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।