1. admin@daily24live.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

আলীপুরের ভূমি দখলকারী আব্দুস সবুর ও তার ভাই আব্দুর রউফের দখলে থাকা প্রায় ৩০বিঘা খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ।

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩০ Time View

মহিদুজ্জামান সান,জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরার আলিপুরের ভুমিদস্যু আব্দুস সবুর ও তার ভাই আব্দুর রউফের দখলে থাকা প্রায় ৩০ বিঘা সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। একই সাথে সেখানে থাকা বেশ কিছু অ*বৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের দুটি টিম মঙ্গলবার দিনভর অলীপুরে খাস খতিয়ানভুক্ত উক্ত (মোট ৯.৬৮ একর) জমি উদ্ধার পূর্বক সেখানে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে তারা উক্ত সরকারি খাস জমি অবৈধ ভাবে দখলে রাখেন।

আব্দুস সবুর ও আব্দুর রউফ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আব্দুস সাত্তার সরদারের ছেলে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, আমাদের কাছে তথ্য আসে সাতক্ষীরা জেলায় অনেক খাস জমি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের দখলে রয়েছে। যা রোডস ও পানি উন্নয়ন বোর্ডের জমি। ইতোমধ্যে এডিসি রেভিনিউকে বলা হয়, এ জেলায় কোথায় খাস জমি রয়েছে এবং সেগুলো কি অবস্থায় রয়েছে তার তালিকা করার জন্য। পাশাপাশি রোডস ও পানিউন্নয়ন বোর্ডকে বলা হয়েছে খাস জমি কোন অবৈধ দখলে আছে কিনা ? এরই অংশ হিসেবে সাতক্ষীরার অন্যতম ভূমিদখলকারী আব্দুস সবুর ও তার ভাই আব্দুর রউফের কাছ থেকে প্রায় ৩০বিঘা জমি উদ্ধার করা হয়। যা রোডস ও পানিউন্নয়ন বোর্ডের জায়গা। এসব খাসজমিতে অবৈধভাবে ভরাট করে ট্রাক টার্মিনাল ও স্থাপনা করেছিল। যা ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে। আর এর পাশেই খাস জমিতে জল মহল রয়েছে তারই ভাই আব্দুর রউফের। সেখানে দুই একর খাস জমি আমরা উদ্ধারসহ দখল মুক্ত করেছি। আমরা এভাবে আস্তে আস্তে সাতক্ষীরা জেলার সকল খাসজমি যেগুলো অবৈধভাবে দখলে রয়েছে সেগুলো সব উদ্ধার করবো। আমরা অভিযান শুরু করেছি, আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছেন। তিনি এসময় সবার সহযোগিতা চেয়ে বলেন, সাতক্ষীরার একখন্ড সরকারি জমি যাতে কোন ভূ*মি*দ*স্যু ও জবরদখলকারীর হাতে না থাকে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
সরকারি খাস জমি উদ্ধার ও উচ্ছেদ অভিযানে এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতিশ কুমার সরকার, আরডিসি পলাশ আহমেদ, সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পানিউন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী সালাহ উদ্দীন আহেমদসহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Daily24live.com
Theme Customized BY : Themes Seller.Com.Bd