কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে। বুধবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মাহফুজুর রহমানকে (৪৪) আটক করে। সে ধলসার লুৎফর রহমানের ছেলে। অন্যদিকে পৃথক অভিযানে পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে তোফাজ্জেল হোসেন তোফাকে (৪৫) আটক করে। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।