রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার সড়ক দুর্ঘটনা একজন নিহত হয়েছে। বুধবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার তাঁতিবন্ধ নামক এলাকায় অটো উল্টিয়ে চালক নিহত হয়েছে। নিহতের নাম নাজিম উদ্দিন। সে মিরপুর উপজেলা বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের মৃত আবুল খার ছেলে। স্থানীয়রা জানায় ওই সময় অটো নিচে একটি কুকুর পড়লে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলাই তার মৃত্যু হয়। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।