রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভেজাল শিশু খাদ্য তৈরীর কারখানা সিলগালা করে দিয়েছে। জেলার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে অনুমোদনহীন একটি শিশু খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক মজনু মিয়াকে(২৮) এক মাসের কারাদন্ড এবং মালিকের ছোট ভাই ও দুই কর্মচারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একইসঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিবেচনায় কারখানাটি সিলগালা করা হয়েছে এবং উৎপাদিত খাদ্যপণ্যগুলো নষ্ট করা হয়।
সোমবার দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া গোহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। এ সময়ে বিএসটিআই’র ফিল্ড অফিসার দিপংকর কুমার দত্ত, পরির্দশক নাজমুস সাদাত প্রমুখউপস্থিত ছিলেন।
সূত্র জানায় নাম বিহিন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ডিংকো, রোবো, ম্যাংগো জুস, কাপ জেলি ও মসলা প্যাকেটিং নামে ওই অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কেমিক্যাল, ক্ষতিকর রং, অস্বাস্থ্যকর উপাদান ও নিষিদ্ধ ফ্লেভার ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এতে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও তাদের রেজিস্ট্রেশন সনদ ও নেই।
ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৬ ধারা অনুযায়ী কারখানার উপজেলা সাতবাড়িয়া গ্রামের রেজাউল করিমের ছেলে মজনু মিয়াকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার ছোট ভাই ও দুই কর্মচারীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে কারখানাটির উৎপাদিত সকল পন্য বাজেয়াপ্ত করে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।