এম.টুকু মাহমুদ,ঝিনাইদহ প্রতিনিধিঃ
মাগুরা জেলা সদর উপজেলার ও ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার এবং সারা দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণে জড়িত অভিযুক্ত ধর্ষকদের ধিক্কার জানানো সহ উপজেলার সর্বস্তরের জনগণ ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনটি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দোয়েল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ মার্চ) উপজেলার সর্বস্তরের জনগণ ও উপজেলা পরিষদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বি.এম.তারিক-উজ-জামান। হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ, এমএ রউফ খান,উপজেলা বিএনপির, সাধারণ সম্পাদক, মোঃ তাইজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার, শরীফ মোহাম্মদ তিতুমীর।
এ সময় আরো উপস্থিত ছিলেন,শিশুগুলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,মোঃ নিয়ামত আলী, বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার কমিশনার,মতিউর রহমান, উপজেলার সকল গণমাধ্যম সহ সরকারি, বেসরকারি ,রাজনৈতিক পেশাজীবী, সহ সর্বস্তরের জনগণ।