রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ ৫টি ইটভাটা বন্ধ ও ২ টি ভাটাকে ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
বুধবার (৫ মার্চ) সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম
মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ এর রীট পিটিশন নং-১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে গত ২৯/০১/২০২৫ তারিখে প্রদত্ত আদেশ ও ২৪/০২/২০২৫ তারিখের নির্দেশনা অনুযায়ী এই ভাটার সকল কার্যক্রম বন্ধ থাকবে। এই৷ আদেশের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ৫ অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয় এবং ইটভাটার মূল ফটোকে বন্ধের ব্যানার টাঙিয়ে সিলগালা করে দেয়া হয়। সিলগালা করা ইটভাটা গুলো হচ্ছে কেএমবি ব্রিকস বার মাইল, এএন্ডএইচ ব্রিকস হাওয়াখালী, এনএসবি ব্রিকস হাওয়াখালী, এএমবি ব্রিকস বারমাইল, এজিএম ব্রিকস। এছাড়াও মান্নান মন্ডল ব্রিকসকে ১ লক্ষ টাকা ও আইএমআর ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন ভেড়ামারা উপজেলা ৪৪টি ইটভাটা রয়েছে । এদের মধ্যে ৩০ টি ইটভাটা মহামান্য হাইকোর্টের রিটপিটিশন কার্যক্রম চলমান রয়েছে। তিনটি ভাটার লাইসেন্স আছে। ১১ টি ইটভাটার কোন কাগজপত্র নেই। তার মধ্যে পাঁচটি ইটভাটাকে আজকে বন্ধ করে দেয়া হয়েছে। আগামী অভিযানে বাকি অবৈধ ইটভাটা গুলোকে বন্ধ করা হবে। এই অভিযান চলমান থাকবে।