আসাদুজ্জামান জীবন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে,মুন্সিগঞ্জ শ্রীনগরে অবৈধভাবে সরকারি ও ব্যক্তি মালিকানা জমি দখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে,স্থানীয় সাবেক আওয়ামীলীগ কর্মী সহ এক প্রভাবশালী নারীর বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাগ্যকুল বাজার এলাকায়, ভাগ্যকুল-মান্দ্রা সড়কে অবস্থান নিয়ে প্রথমে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশনেন স্থানীয় প্রায় অর্ধশতাধিকের বেশি নারী-পুরুষ।
পরে মানববন্ধন শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ঝাড়ু হাতে, বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেয়া ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দীর্ঘদিন যাবত,স্থানীয় সাবেক আওয়ামী লীগ কর্মী,
মোহাম্মদ আলী ফরাজি ও তার বোন সেলিনা আক্তার বিনা, সাম্প্রতিক পরিস্থিতির সুযোগ নিয়ে, অবৈধভাবে সরকারি ও ব্যক্তি মালিকানা জমি দখলের চেষ্টা চালাচ্ছে,এতে বাঁধা দিলে মিথ্যা মামলা দিয়ে নানা ভাবে হয়রানি করা হচ্ছে ভুক্তভোগীদের।
ফলে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোরালো দাবি জানানো হয় কর্মসূচি থেকে।
এ সময় এতে উপস্থিত ছিলেন,ভাগ্যকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম মৃধা,ভুক্তভোগী জমির মালিক হাফিজুর রহমান জুয়েল মৃধা,রাশিদা জব্বার ও সোহেল মাদবর সহ আরও অনেকে।