ফিরোজ আল আমিন ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ র্যাব-১২ কর্তৃক ১০১ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারিকে আটক ও ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। র্যাব-১২ সূত্রে প্রকাশ, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত্রী প্রায় ৯ টার দিকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সংলগ্ন গোলচত্বর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১টি কাভার্ডভ্যানে লুকানো ১০১ কেজি গাজা
সহ ২ জন মাদক কারবারিকে আটক করে। আটককৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানার হুদোরাজপুর গ্রামের মৃত
তাজেব মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম (৪১) ও একই জেলা ও থানার জগমোহনপুর গ্রামের হাসান আলীর ছেলে শাহ আলম (২৭)। উল্লেখিত ব্যক্তিরা রাজাধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
র্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ উসমান গনি এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন,
আটককৃতদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।