নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদীতে দুই যুবলীগ কর্মীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
গত জুলাই-আগস্টে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ঈশ্বরদী থানার দুটি পৃথক মামলায় উপজেলার চররুপপুর এলকার মো. আব্দুর করিম এর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের সাবেক সাংহঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম (৪৫) ও উপজেলার চরমিরকামারী এলাকার মৃত এস, এম মহির উদ্দিন এর ছেলে ও সলিমপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য এস, এম মনোয়ার হোসেন (৪৮) কে রবিবার ভোর রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, আজ ভোর রাতে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে ১০(৮)২৪ নং মামলায় আটক করা হয় মোঃ সিরাজুল ইসলামকে এবং (৪৫) ১২(৮)২৪ নং মামলায় এস এম মনোয়ার হোসেনকে আটক করা হয়।